ও বাই
একটি বাস্তবিক সত্য গল্প। একটি ছেলে বাবার খুব আদরের ছোট থেকে বাবার বিভিন্ন কাজে বাবাকে সাহায্য করার চেষ্টা করতো, খুব শান্তশিষ্ট ছিল স্কুলে কারো সাথে তেমন কথা বলতো না ৩/৪ জন বন্ধু সর্বদা একসাথে থাকতো কখনো স্কুল থেকেও তার জন্য কোন অভিযোগ আসেনি,কখনো কোন কিছুর প্রতি কোন লোভ লালসাও ছিল না খেলাধূলা ছিল ছেলেটির খুবই প্রিয় মাঝে মধ্যে আদর করে বাবা তাকে বকা দিতো এমন করে তার স্কুল জীবন অতিবাহিত হয়ে গেলো এইবার আসলো কলেজ জীবন তার বাবা তাকে এতটাই ভালোবাসতো যে তার ছেলে কোন বাজে ছেলের আড্ডায় পড়ে নষ্ট হয়ে যাওয়ার ভয়ে তাকে গ্রাম থেকে মামার বাড়িতে পাঠিয়ে দেয় সেখানে প্রতিনিয়ত তার বাবা তার খবরাখবর নিতো ছেলেটা বাবার প্রতি খুবই রাগ সৃষ্টি হলো প্রতি ঘন্টায় মনে হয় ৪/৫ বার কল দিতো কি করছে খেয়েছে কিনা কত কথা ছেলেটা এক এক সময় রাগ করে কল রিসিভ ও করতো না।হঠাৎ ছেলেটার জীবনে নেমে আসলো এক তুফান যে তুফানে ছেলেটার জীবন এলোমেলো হয়ে পড়েছে তার বাবাকে হারিয়ে 😥 এইবার সে পৃথিবীর আসল রূপ বুঝতে পারলো ক Prrbook Upworkmarket postmaster topguru monstarpublic usamarking powerbank cutly Redifiv bookstar link Yo